• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪ | ফেব্রুয়ারি ১৯৯৮ | কবিতা
    Share
  • তুমি আসবে : আর্যনীল মুখোপাধ্যায়

    নিউ ইয়র্ক সাবওয়ে থেকে উঠে আসতেই
    চীনে পাড়ার বাড়ি ভেঙ্গে যাচ্ছে, প্রাণবন্ত
    ফিরে পেয়ে শরীরের জোর আর ব্যাটারী খুলে
    ছুঁড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে অলটারনেট টয় শপের
    খেলনারা

    আলোর ঝলকানি থেকে ছিটকে গেলো ক্যামেরা
    এক বোতল রামের ঝন ঝন থেকে হার্লেম
    আমাদের ব্যাংকক রেস্তোরাঁয় ছুটিয়ে ডাকছে
    এক প্লেট পাফ-ডি-পা

    তুমে আসবে-র হাতছানি ঘুরিয়ে আর ঘিরে থাকছে
    গোলপার্কের বাসস্টপ
    বুকের ছন্দের সঙ্গে বাঁধা পড়া সমলয় হাতঘড়ি
    অন্ধবাগানের গন্ধগান; মিশনের রাস্তায় রাস্তায়
    তোমাকে আমার নিরবিচ্ছিন্ন শব্দ টিউশনবাড়ি যেত
    দিচ্ছে না; এরপর তুমি যাচ্ছো, তোমার গোলাপী স্কার্ফ
    দূর থেকে হাত নাড়ছে
    আমাকে বললো পটপাউরির আত্মজীবনীকার

    মিশেল, তোমাকে কোলে তুললেই পাখির বলয়
    আমার স্ক্রীন জুড়ে লাল টিপ থেকে
    অনেক রক্তলেখা
    তোমার বুকের কাছে স্ফীত জল ডিঙ্গি ওল্টালো
    আমার মুখের ভিতরে ওই একবার তোমার বৃন্ত
    গরমে ঘামছে
    নতুন ভাষার জন্মফেনায় কখন হারিয়ে ফেলেছি
    শরীরের শ্রেষ্ঠ কবিতা।



    অলংকরণ (Artwork) : ভাস্কর সরকার
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments