• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪ | ফেব্রুয়ারি ১৯৯৮ | কবিতা
    Share
  • প্রেমের কবিতা লিখে : অমিতেশ মাইতি

    তোমাকে আজ নাই-বা লিখলাম

    শুধু যদি সঙ্গে থাকি, থাকি প্রেমে ও প্রমোদে
    বড় কিছু ভুল হবে নাকি? শিরায় রক্তের উচ্ছবাস
    তার ঢেউয়ে ভেসে যাওয়া- আমাকে বিচ্ছেদ করেছে সুন্দর
    বৃষ্টিতে-বৃষ্টিতে খুঁজে ফিরেছি এতদিন
    আজ না-হয় পিঠে ডানা, ঠোঁটে গ্রহান্তরের খড়কুটো
    এক হাত জড়িয়ে আছে
    অন্য হাত ছড়িয়ে দিচ্ছে
    তা বলে আজও তুমি কি আমার কেউ নয়?

    নাই-বা লিখলাম
    যতক্ষণ তুমি অলেখা থাকবে ততক্ষণ রহস্য
    ততক্ষণ একান্তে আমারই
    এখনও দু’জনের দেখা হয় দুর্গম পথের জ্যোৎস্নায়
    কথার নির্মোক খসে
    তারপর দু’জনেই অর্থান্তরের দিকে চলে যাই
    এ যাত্রা অনি:শেষ
    এ কথা কাউকে- এমনকী তোমাকেও
    লিখে বলার দরকার আছে কিছু, মনে-মনে সঙ্গেই থাকলাম না হয়!

    বৃষ্টিতে-বৃষ্টিতে খুঁজেছি যতদিন
    প্রেমের কবিতা লিখে
    সে কথা তোমাকে আর বারবার নাই বা জানালাম।



    অলংকরণ (Artwork) : ভাস্কর সরকার
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments