• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪ | ফেব্রুয়ারি ১৯৯৮ | কবিতা
    Share
  • কেন এসেছিলি? : সুদীপ্ত চট্টোপাধ্যায়

    কিচ্ছু ছিল না কিছুর মধ্যে..
    কেন এসেছিলি মুশকিল-আসান
    মুঢ়মতি এই হৃদয় প্রান্তে?

    বুকের ভেতর খরা-জমি ছিলো..
    কারা দিয়েছিলো মাথার দিব্যি
    ফসল রোপণে বৃষ্টি আনতে?
    দিব্যি ছিলাম রক্ত-ক্ষরণে
    সন্ধ্যেবেলার কাব্য-গ্রন্থে..
    কেন এসেছিলি খবর জানতে?



    অলংকরণ (Artwork) : ভাস্কর সরকার
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments