• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৪ | ফেব্রুয়ারি ১৯৯৮ | কবিতা
    Share
  • দেখা দাও দেখা দাও : বাসুদেব দেব

    অলৌকিকের সামনে হাঁটু মুড়ে বসলাম
    বল্লাম: দেখা দাও
    একটিও পাতা কাঁপলো না
    জলে উঠলো না একটিও ঢেউ
    পাথরের স্তূপের হলো না কোন চন্দ্রোদয়

    ফুঁসে ওঠা ভিড়ের মধ্যে চেঁচিয়ে উঠলাম
         দেখা দাও
    একটা ঢিল এসে পড়লো কপালে
    চিৎকার চেঁচামেচির মধ্য থেকে
    জ্বলে উঠলো না কোন মশাল

    নির্জনতার স্ফটিক জমতে থাকে আমাকে ঘিরে
    সামগ্রী ও পরিজন থেকে ছিঁড়ে নিয়ে এসে নিজেকে
    ফিসফিস করে বলি নিজস্ব বৃষ্টিপাতে
      দেখা দাও দেখা দাও

    ভাগ্য রমণী, আর বন্ধ দরোজা
    কেউ মুখ খুললো না
    দু ফোঁটা চোখের জলের মতো
    একটি দিন   ও    একটি রাত
    দুই হাত ছুঁয়ে থাকলো আমার
    তখন না সকাল না সন্ধে



    অলংকরণ (Artwork) : ভাস্কর সরকার
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments