• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩ | ডিসেম্বর ১৯৯৭ | কবিতা
    Share
  • যদি : সৌম্য দাশগুপ্ত



    স্কটিশের উল্টোদিকে বেথুন রোয়ের থেকে যারা
    অধরের কড়াপাক কিনে খায়, তার উদ্দেশ্যে বলি

    পুরান ঢাকায় যারা বাংলাবাজারের কেন্দ্রে গিয়ে
    বিরিয়ানি মারে কিংবা রংবাহারী আলাউদ্দিনের
    প্যাকেটে ভূস্বর্গ নিয়ে বন্ধুদের বিদেশে পাঠায়

    কলেজ স্ট্রীটের কোনো পুরোনো বিয়ের খোলা ঢল
    যার চোখে রৌদ্র ও হাভেলি
    বায়তুল মোকার্‌রমে জুম্মা সেরে যে-বুড়ো মুসল্লি
    জায়নামাজ ভাঁজ করে মৃদুমন্দ শাহবাগে ফেরে
    তার উদ্দেশ্যে বলি

    শিবপুর থেকে, কিংবা যাদবপুর, বুয়েটের থেকে,
    ঢাকা বিশ্ববিদ্যালয়, আই আই টি, কল্যাণী, চট্টগ্রামে
    পড়াশোনা করে যারা, রাজনীতি করো যারা ছেলে
    নতুন সমাজ গড়বে উজমজ্বল কামনা নিয়ে রাত্রিদিন সৌরকেন্দ্রে যাও
    তার উদ্দেশ্যে, তার উদ্দেশ্যে বলি

    ফরাক্কার পানি কিংবা ভাগীরথী জল দিয়ে স্নান করে যারা
    যেসব কৌন্তিকপুত্র খামারের পাশে রেললাইন
    টেলিগ্রাফ পোল দেখে হাতে পায়ে মেঘঝুমঝুমি,
    বেনাপোল বাঁধ পার হয়ে এসে আমি আজ তার উদ্দেশ্যে বলি---

    পঞ্চাশবছর ধরে দুর্জ্ঞেয় বৃত্তের মধ্যে ঘনপুঞ্জে জমে আছে যাদুস্ফটিকের কোলাহল
    বজ্র ও মাণিক দিয়ে গাঁথা তার নীলকন্ঠ পাখি
    বুকে যদি নাও তারে ডাকি
    বুকে যদি টানো তবে ওম্‌
    বুকে যদি নাও তারে গলিত লাভার মতো টানি
    বুকে যদি টানো
    তবে
    কি হবে
    কি জানি…



    অলংকরণ (Artwork) : ভাস্কর সরকার
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments