• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩ | ডিসেম্বর ১৯৯৭ | কবিতা
    Share
  • গালিবের হৃদয় : আর্যনীল মুখোপাধ্যায়



    চকোলেটের ঠোঁট থেকে বার্গান্ডি সুরার গান
    আমাদের মেশা পাতা শরীরের সুরে।
    কেঁপে উঠলো বাঁশিওয়ালা, জানলার পর্দা সরিয়ে
    সে আমাদের ভালোবাসার প্রতিভা দেখেছিল
    আর আমরা দেখলাম ওর মাথার পিছনে
    অতল রাতের জালে আটকা পড়ে তারামাছি।

    আমাদের গোপনাঙ্গ থেকে বাহুমূলে ঘুরে বেড়ালো
    শুধু চকোলেট আর বার্গান্ডি সুরা
    তুমি বলেছিলে- অন্ধকার হলেই পিদিম ঘষবে
    আমাকে ভাববে, ধোঁয়া সরে গেলেই আমাকে দেখবে
    আগমনী গান নিয়ে এসেছি, সঙ্গে আলোবাজির
    পুরাতনী ভালোবাসার প্রতিভা।

    সেই থেকে রাত হচ্ছে, বার্গান্ডির বোতল
    সুরেলার শেষ কথা হয়, ঠোঁটে চকোলেট লাগে
    তোমার বুকের কাছে গালিবের হৃদয় নিয়ে আসি।



    অলংকরণ (Artwork) : ভাস্কর সরকার
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments