• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৩ | ডিসেম্বর ১৯৯৭ | কবিতা
    Share
  • বিরহ : জয়া বসু



    চোখের কোলে ছিল না জল যায় নি বয়ে বেলা-
    অনবকাশে তবুও গেলে শ্রাবণবেলকুলা
    সেখানে পাখি রাতে, শিশিরপাতে-
    নিদ্রা ভাঙে কার, প্রবাদ ভিজে ওঠে-
        প্রবাদ বলে কথা- পাতার মতো হৃদয়ে বাজে অতীত মনোব্যথা।
    গহনবুকে ঘনায় দুখে প্রাচীন মেঘমালা
    বৃষ্টি পড়ে গোপনস্বরে ভাঙামাঠের মেলা।
    তুমি যে এক বাউল তাতো জানিনি বাহুপাশে,
    ঘুমের মতো পড়েছি ঢলে বিরহ প্রতিভাসে।
    তখনও চোখে ছিল না জল যায় নি বয়ে বেলা
    অনবকাশে তবুও গেলে শ্রাবণবেলকুলা।



    অলংকরণ (Artwork) : ভাস্কর সরকার
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments