• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ২ | সেপ্টেম্বর ১৯৯৭ | কবিতা
    Share
  • মা : শান্তনু দাশগুপ্ত

    আমার বড্ড একা লাগে মা।
    &smsp; কলেজ ফেরতা কিশোরী থেকে,
    অল্প আলোর দেহ পসারিণী,
    বন্যাপীড়িত উত্তর চাঁদমারির বুলান থেকে,
    সাউথ পয়েন্টের গোলগাল সঠিক টাই-এর জোজো
    সকলকে নিয়েই পদ্য লেখা শেষ
    তুমি এবার কলমে আসবে মা?

    অফিস ফেরত, ফিরতি হাওয়া
    &smsp; যখন আমার চুল ছুঁয়ে যায়
    তেমনি করেই তুমি আমার জ্বর দেখতে।
    আমার বড্ড একা লাগে মা।

    সেই যে আমায় সেই শেখালে হেঁটে যাওয়া
    হেঁটেই যাচ্ছি, বলো কখন থামতে হবে?
    তোমার কাছেই প্রথম শেখা,
    চোখ ভরানো চোখের জলে,
    কেঁদেই যাচ্ছি, বলো কখন হাসতে হবে?

    দূর বিদেশে, হঠাৎ যখন বৃষ্টি নামে
    এপাশ, ওপাশ তোমার আনি আঁচল খুঁজি
    আমার বড্ড একা লাগে মা।

    ফুল ছোঁয়াতে, মন ছোঁয়াতে
    বিক্ষোভে আর বিপ্লবে,
    সব কিছুতেই পদ্য লেখা শেষ।
    তুমি আমার কলমে আসবে মা?

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments