• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ২ | সেপ্টেম্বর ১৯৯৭ | কবিতা
    Share
  • চিত্রকর : প্রবাল সিংহ মহাপাত্র

    হয়তো বা আবর্জনা
    অথবা কিছুই নয়,
    তবুও--
    আকন্ঠে উৎসাহে দারুচিনি রাত
    ফেলে গেছে চিত্রকর ঢেউ:

      বালিয়াড়ি ঢাকা কুমারী কঙ্কাল
    স্পষ্ট গোনা যায় হাড়।

    চিত্রকর ইতিহাস আঁকে
    মানুষের বয়স ক্রমশঃ ধূসর সাদা:
    নিস্তেজ ঝাউবনে আড়ষ্ট চাঁদ
    দেখে যায় সব।

      সংখ্যাতত্ত্বে দীর্ঘতর মানবীর
    সবুজ সংসার।

    হয়তো বা কিছুই নয়
    রোজকার বেওয়ারিশ ছবি,
    অপাংক্তেয় মানুষের দল;
    হাত কাটা পা কাটা
    অসম্পূর্ণ ক্যানভাসে
    লজ্জাহীন পৃথিবী!
    পান্ডুলিপির জীর্ণপ্রায়
    চিত্রকর একাকী।



    অলংকরণ (Artwork) : ভাস্কর সরকার
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments