• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ২ | সেপ্টেম্বর ১৯৯৭ | কবিতা
    Share
  • তিনটি সহজ পদ্য : অনুব্রত চক্রবর্তী

    মৃত্যু

    চিরন্তন
    তোমার বিচিত্র মন
    আকালের বুক চিরে
    সহসা প্লাবন


    স্বাধীনতা

    পালঙ্কে শুয়ে আছো একা
    কাছে-পিঠে পিতামাতা নাই
    দেহজুড়ে কলঙ্করেখা
    আমি সুখে মাদল বাজাই


    প্রেম

    রত্নাবলী
    কিভাবে সেকথা বলি?
    যেকথা শুনবে বলে
    জেগেছে শহরতলি

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments