• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ২ | সেপ্টেম্বর ১৯৯৭ | কবিতা
    Share
  • ডাক : আর্যনীল মুখোপাধ্যায়

    “একবার শোনো”।
    প্রিমরোজ-এর ঝাড় পর্যন্ত যেটুকু সিঁড়ি নেমেছিল
    ততোটাই উঠে এসে দুয়ারখোলা হাত পেলাম
    গাল ছুঁয়ে আঙুল চোয়ানো স্বপ্নের লাল নীল বিন্দু
    বড় হতে চেয়ে বুদ্‌বুদ্‌ হয়ে ভেসে বেড়াচ্ছে
    আধো ও অন্ধকারে কব্‌ল্‌স্টোন পার্কে;
    অক্ষর বড় হতে চেয়ে মেঘের পাশে পাশে
    একটা এলোমেলো প্লেন এঁকে দিচ্ছে
    অপরিচিত বৃষ্টির কথা ভাবছে গোটা গ্রীষ্ম
    এই আজকের স্মৃতিহীন রাস্তা, বিস্মৃতির সঙ্গে সঙ্গে
    এতোটা..

    শুরু করার কথা ভাবছি দাগহীন পাতার দিকে চেয়ে
    স্মৃতি বুনছি তিন বছরের ছেলের আবোলতাবোল থেকে
    হান্‌টিংটন বীচের কিছু আগে ছাই চোখ- সবুজ- কোট- এর
    মেয়েটা নেমে গেলে
    অব্যবহৃত ভালোবাসা বালির মধ্যে ফাঁক ফোকর
    হাতড়ে বেড়াচ্ছে।





    অলংকরণ (Artwork) : ভাস্কর সরকার
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments