• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ২ | সেপ্টেম্বর ১৯৯৭ | কবিতা
    Share
  • অভিমান : ফয়েজ কবীর



    (১)
    বিকেলের রোদ ছুঁয়ে উড়ে যায় পাখি
    খস খসে বাতাস চিরে
    ঠোঁটে ঝোলা এক ফালি সুখের মোহর তার,
    তার
    চোখের ঘুলঘুলিতে আনে মাংসল প্রেমের
    দোহন
    মূলত নীড়ে ফেরা তো ওই পাখিদেরই স্বভাব
    আমার কি আছে??


    (২)
    আমি তো বলিনি আমার ছিল চাওয়া
    বলারও সুযোগ পাই নি আমি আদৌ
    তাই থেকে গেলাম আগা গোড়া প্রোথিত
    পাহাড়
    জমে যাওয়া দুঃখের বরফকে শুধু
    করেছি মুকুট আমার
    দেখে সুখ পেতে চাও?
    মানা নেই, পেতে পারো
    পেতে পারো অনন্তকাল।



    অলংকরণ (Artwork) : ভাস্কর সরকার
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments