• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ২ | সেপ্টেম্বর ১৯৯৭ | কবিতা
    Share
  • অরুন্ধতী : অংকুর সাহা



    অরুন্ধতীর মুখে সাতটি তিল
    অরুন্ধতীর “কৃষ্ণকলি” চোখ; <ব্র< অরুন্ধতীর বইটি খুবই দামী
    অরুন্ধতীর একটি খোকা হোক।

    অরুন্ধতীর ভাষা তীক্ষ্ণ, ঋজু
    অনেক টাকা অরুন্ধতীর ট্যাঁকে;
    অরুন্ধতী কলম ফেলে রেখে
    লিখতে বসেন আইবিএম বা ম্যাক-এ।

    অরুন্ধতীর টোল-টলানো হাসি
    অরুন্ধতীর হিরের নাকছাবি
    বিপণন আর বিদেশি মুদ্রাতে
    অরুন্ধতীর অমর হবার দাবী?

    অরুন্ধতী প্রাসাদ না বানিয়ে
    লিখলেন এক ধ্রুপদী কাহিনী;
    কথাকলি নাচের ভঙ্গীমাতে
    তরতরিয়ে গল্প বলেন তিনি।

    চরিত্রেরা মাটির কাছাকাছি
    দুঃখে সুখে স্বপ্নে দেখে, খায়;
    প্রথম গ্রন্থ সম্ভাবনাময়
    সময় দেবে অরুন্ধতীর রায়।।



    অলংকরণ (Artwork) : ভাস্কর সরকার
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments