• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ২ | সেপ্টেম্বর ১৯৯৭ | প্রবন্ধ
    Share
  • কম্প্যুটার মাধ্যমে বাংলা বর্ণমালা : পারমিতা দাস

    পরবাসের প্রথম সংখ্যা বেরোনোর পর অনেক পাঠক কৌতূহল প্রকাশ করেছেন কম্প্যুটার বা ইন্টারনেটে বাঙলা অক্ষর সম্পর্কে। তাঁদের জিজ্ঞাসা ও আগ্রহ দেখে মনে হল যে এ বিষয়ে দু -চার কথা বলা হয়ত নিতান্ত অপ্রাসঙ্গিক হবে না।

    প্রযুক্তির ক্লান্তিকর খুঁটিনাটির মধ্যে না গিয়ে আমি যে ব্যাপারটিতে আ্লোকপাত করতে চাই, তা হল উচ্চারণ-নির্ভর অক্ষরায়ণ (transliteration) ও কীবোর্ড- নির্ভর অক্ষরায়ণ (keyboard mapping)। এ দুটি পদ্ধতি কি? প্রত্যন্ত ব্যবহারকারীদের পক্ষে কোন্‌টি সুবিধাজনক? কোন্‌টি বহুলপ্রচারিত? কোনটির আছে অন্য পদ্ধতির সঙ্গে আপস করার ক্ষমতা? প্রশ্নগুলোর উত্তর তর্কাতীত নয়, তবে আমি একজন অনুসন্ধিৎসু ব্যবহারকারীর মত প্রকাশ করছি এখানে।

    উচ্চারণ-নির্ভর অক্ষরায়ণের দুটি পর্যায়: (১) কম্প্যুটারে রোমান হরফে বাংলা অক্ষর (চলতি কথায় বাংলিশ) লেখা, (২) উপযুক্ত সফ্‌ট্‌ওয়্যার দিয়ে প্রথম পর্যায়ে প্রাপ্ত লিপিকে বাংলা অক্ষরে পরিণত করা। এর মধ্যে প্রথম পর্যায় তো ইতিমধ্যেই অসম্ভব জনপ্রিয় হয়ে উঠেছে। তাই এই পদ্ধতিতে বাংলা অক্ষর ফুটিয়ে তোলার কাজে নেটিজেন বাঙালিরা ইতিমধ্যেই অনেকদূর অগ্রসর (ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি: পরবাস সম্পাদকমণ্ডলীর মধ্যে প্রাত্যহিক যে অর্ধশত ইমেল চালাচালি হয়, তার প্রত্যেকটি এই রোমান হরফে বাংলিশ ভাষায় রচিত)। তবে আপন মনের মাধুরী মিশায়ে তৈরী যে বাংলিশ ভাষাটি দিন দিন সমাদৃত হচ্ছে, তাকে এক সুরে বেঁধে দেওয়া বা standardize করা খুবই প্রয়োজন।

    দ্বিতীয় পদ্ধতিটি লুফে নেবেন তাঁরা, যাঁরা ছোটবেলায় পিরিয়ডিক টেব্‌ল্‌টা গড়গড় করে বলে যেতে পারতেন। এই পদ্ধতিতে কীবোর্ডে প্রতিটি বোতাম এক-একটি অক্ষর বা সাহায্যকারী অক্ষরের সঙ্গে সম্পর্কিত। কিন্তু বাংলা বর্ণমালায় অজস্র যুক্তাক্ষরের প্রতিটির নিজস্ব রূপ বজায় রাখতে গেলে ১২৮-টি character যথেষ্ট নয়। তাই ALT, SHIFT, ইত্যাদি বোতামগুলিকে ব্যবহার করে সে সমস্যার সমাধান হয়েছে। কিন্তু এই কোডগুলি স্মৃতিকে ভারাক্রান্ত করে তোলার জন্যে যথেষ্ট। তবু ব্যবহারকারীদের কাছে বাংলা ফন্ট লেখার তুমুল জনপ্রিয় পদ্ধতি এটাই, কারণ এতে আছে কম্প্যুটারে বোতাম টেপা ও সঙ্গে সঙ্গে বাংলা অক্ষর চাক্ষুষ করার অপরিসীম সুবিধা, যা উচ্চারণ-নির্ভর অক্ষরায়ণে নেই। উচ্চারণ-নির্ভর অক্ষরায়ণে বাংলিশ লেখাটিকে pre-processing করলে তবেই পর্দায় ফুটে উঠবে বাংলা অক্ষর। ভুলভ্রান্তি ও বানান সংশোধনের তাই বেশি মূল্য দিতে হবে সেক্ষেত্রে।

    প্রথম পদ্ধতিতে আছে বিভিন্ন ফন্টের সঙ্গে সহজ যুক্ত হবার ক্ষমতা, মূল লিপিটিকে অক্ষুণ্ণ রেখে। তাই প্রথম পদ্ধতিতে তৈরী নথিপত্রে অচল হবার সম্ভাবনা কম, কিন্তু দ্বিতীয় পদ্ধতিতে বিভিন্ন ফন্ট ব্যবহার করে বিভিন্ন কীবোর্ড ম্যাপিং, কাজেই একটি ফন্টের লেখা সহজে অন্য ফন্টে রূপান্তরিত করা যাবে না।

    এই প্রসঙ্গে ইউনিকোড নিয়ে কিছু বলা যেতে পারে। ইউনিকোড হল একটি সার্বজনীন কোডিং পদ্ধতি যাতে সারা পৃথিবীর অনেকগুলি ভাষার অক্ষর একই সঙ্গে দৃশ্য ও লিখিত হতে পারে। আটের বদলে ষোলো বিট অক্ষর-সমষ্টি ব্যবহার করে বাড়ানো হয়েছে এর বিস্তার। প্রতিটি লিপির জন্য, যেমন বাংলা, নির্দিষ্ট করা হয়েছে একটি বিশেষ সীমা, যা শুধু বাংলা অক্ষরায়ণের জন্য ব্যবহৃত হবে। এইভাবে একই রচনায় স্থান পেতে পারে বাংলা, চাইনীজ, ইংরেজি এবং ইউনিকোড মেনে চলা যেকোন অক্ষরাবলী। অবশ্যই প্রচলিত সফ্‌ট্‌ওয়্যারগুলিকে পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হবে ইউনিকোড ব্যবহার করতে হলে।

    কম্প্যুটারে বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য বেশ কয়েকটি বাংলা ফন্ট ও সাহায্যকারী সফট্‌ওয়্যার আজ সহজলভ্য। বেশীরভাগই ব্যবহার করে দৃষ্টিনন্দন ও scalable True Type Font। প্রথমেই করতে হয় অবিনাশ চোপড়ার itrans software-এর নাম। বিনি-পয়সার এই সফ্‌ট্‌ওয়্যারটিতে উচ্চারণ নির্ভর অক্ষরায়ণ পদ্ধতি অনুসরণ করে তৈরী এবং বাংলা ভাষা ছাড়াও অনেক ভারতীয় ভাষার বাহক। বাংলা ভাষার ক্ষেত্রে অবিনাশ ব্যবহার করতেন ড: আনিসুর রহমানের সোনার গাঁও ফন্টটি, কিন্তু ইদানীং উন্নততর সোনার গাঁও আর freeware না থাকায় ব্যবহার করা হচ্ছে অন্য একটি ফন্ট। অবিনাশের সফ্‌ট্‌ওয়্যারটিতে হদিশ মিলবে এখানে:

    প্ল্যাটফর্ম: sunOS, IRIX, Linux, Windows85, Window 3.11, MAC দাম: (…?)

    ঠিকানা: paranoia_dot_com/~avinash/itrans.html/ বাংলা ফন্টে ড: আনিসুর রহমানের কাজ উল্লেখযোগ্য। সোনার গাঁও ফন্টের জনক আনিসুরের কিছু উল্লেখযোগ্য কাজ পাওয়া যাবে এখানে: প্ল্যাটফর্ম: windows 85, Window 3.11, MAC, Unix

    দাম: $২৫

    ঠিকানা:

    নিচে দেওয়া হল বাজারে চালু বাণিজ্যিক ফন্টগুলির হদিশ:

    হরফ বাংলা

    প্ল্যাটফর্ম: সম্ভবত: Windows

    দাম: $145

    ঠিকানা: Impros Font

    প্ল্যাটফর্ম: Windows. Mac

    দাম: $34.90

    ঠিকানা: বিজয় ফন্ট

    প্ল্যাটফর্ম: Windows. Mac

    দাম: $24.95

    ঠিকানা: Laser Bengali প্ল্যাটফর্ম: Windows. Mac

    দাম: $149.95

    ঠিকানা: Indian Languges প্ল্যাটফর্ম: Windows.

    দাম: $149.95

    ঠিকানা: প্রশিকাশব্দ

    প্ল্যাটফর্ম: Windows.

    দাম: $150

    ঠিকানা:

    • কীভাবে লেখা পাঠাবেন তা জানতে এখানে ক্লিক করুন | "পরবাস"-এ প্রকাশিত রচনার দায়িত্ব সংশ্লিষ্ট রচনাকারের/রচনাকারদের। "পরবাস"-এ বেরোনো কোনো লেখার মধ্যে দিয়ে যে মত প্রকাশ করা হয়েছে তা লেখকের/লেখকদের নিজস্ব। তজ্জনিত কোন ক্ষয়ক্ষতির জন্য "পরবাস"-এর প্রকাশক ও সম্পাদকরা দায়ী নন। | Email: parabaas@parabaas.com | Sign up for Parabaas updates | © 1997-2024 Parabaas Inc. All rights reserved. | About Us