• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯৩ | জানুয়ারি ২০২৪ | কবিতা
    Share
  • কুয়াশা : সেমিমা হাকিম



    পাইনগাছ বরাবরই কুয়াশা ভালোবাসে।

    শীর্ণাকায় আঙুলে জড়িয়ে জলকণা
    দুদণ্ডের গল্প জোড়ে উন্মনা,
    আবার হাওয়ার আবেগে গা ঝাড়া দিয়ে
    ঝেড়ে ফেলে যাবতীয় স্মৃতিকাতরতা।

    পাইনের মাথায় কুয়াশা ঘন হয় যত
    ভুটিয়া কম্বলের মত আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে তত,
    উষ্ণতা ছুঁয়ে ফেলে হিমাঙ্ক;
    হারিয়ে গেলে দৃশ্যমান
    পাইনগাছ আঁকড়ে ধরে সময়ের শ্যাওলা।
    শুধু তার মাটি ছুঁয়ে থাকা সুঠাম কাণ্ড
    ভূতল থেকে খুঁজে আনে জীবনের অমল স্পর্শ।

    তুমি আমাকে বারংবার জিজ্ঞাসা করো
    ভালো না বাসলেও কেন আমি পাহাড়ে যাই ঘুরে ফিরে
    উত্তর দিইনি,
    দেব না।

    পাইনবনে কান পাতলে জানতে পারতে
    আমার আঙুল জুড়ে বিন্দু বিন্দু তুমি
    তোমার তোমাকে জমিয়েছি শুধু...


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments