• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯৩ | জানুয়ারি ২০২৪ | কবিতা
    Share
  • সুজাতা তোমার ছায়া : সুজিত বসু



    রোদ্দুরে পোড়া রাস্তায় আমি ছায়া সন্ধান করি
    তৃষ্ণার জল কিংবা শীতল তোমার হাতের ছোঁয়া
    পাওয়ার জন্য উন্মুখ দেহ করে চলে মাধুকরী
    ঠোঁট পেতে চায় স্পর্শে মধুর ঠোঁটের কমলাকোয়া

    তুমি চলে গেলে দূরের প্রবাসে ছায়াকে সঙ্গে নিয়ে
    হয়তো তোমার বিলাসী জীবন ঘেরা আছে কাঁটাতারে
    চাঁপার সুবাস আসে না তোমার স্মৃতির জানালা দিয়ে
    আমার মনের হ্রদে যে সারস বিষাদের ডানা ঝাড়ে

    অনেক বছর জীবনের পথে হেঁটে ক্লান্তির স্তূপ
    জমিয়েছি আমি,, দরজায় রোজ যমদূত দেয় ডাক
    জল নেই ঘরে, আঙিনায় পড়ে বিশুষ্ক নলকূপ
    খরা ভয় মুছে শুধু সেই পারে জীবন নদীর বাঁক

    ফিরিয়ে আলোর উজানে বহাতে, একজনই শুধু পারে
    অন্ধকারের জীবনে আনতে বিচ্ছুরণের মায়া

    তাই তো তোমাকে সংকেত দিই তরঙ্গ সঞ্চারে
    রোদজ্বলা এই জীবনে সুজাতা উপহার দাও ছায়া।


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments