• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯৩ | জানুয়ারি ২০২৪ | কবিতা
    Share
  • আরণ্যক : রাজেশ গঙ্গোপাধ্যায়



    অরণ্যকে মেধাবী মনে হয়
    যেন মৌন প্রতীতির ধ্যানে মগ্ন তাপস
    অরণ্যকে হিসেবী মনে হয়
    অহেতুক সম্পর্ক খরচ করেনা দেদার
    অরণ্যকে অনাত্মীয় মনে হয়
    আজও আড়ষ্টতা কাটিয়ে উঠতে না পেরে দূরেই
    তবু
    অরণ্যের কাছে যাই
    গুছিয়ে নষ্ট করি আলুথালু করি সাধ্যমত
    বেলেল্লাপনার সাবুদ ফেলে আসি আনাচেকানাচে
    তারপর
    অরণ্যবাসের স্মৃতি নিয়ে মেদুর শব্দ জড়ো করি
    অনর্থকের অরণ্যে হারিয়ে যেতে থাকে
    অরণ্যের গন্ধহীন লেখার ভণিতা


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments