• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯৩ | জানুয়ারি ২০২৪ | কবিতা
    Share
  • বসন্তবাহার : আর্যা ভট্টাচার্য



    হয়তো না বললেও চলতো,
    কেবা কবে কার কথা শুনেছে!
    তবুও পলাশ পুড়ে হলে লাল,
    বুক ফেটে কোকিলটা মরে যায়।
    লোকে তাকে গান বলে ভাবলো!

    মধুমাসে একা চাঁদ কাঁদছে। কোপাইয়ের
    ধার ঘেঁষে একলা, চোখের ভেজানো পাতা
    ভিজিয়ে, পড়ে থাকা গুলালে রাঙাচ্ছে।

    এইসব গুছিয়েছি আঁচলে। এইটুকু থাক
    তবু সম্বল। ভুলতে গিয়েও কেন পারিনি?
    জীর্ণ পুতুল হয়ে দিন পার।

    বিবশ বসন্ত তুমি হাত দাও। অসহায় ভালবাসি বলে যাই। বাহারের ফুল পাখি
    জাগলেও, বরফ পাহাড় ছুঁয়ে এইসব
    কথারা মরেই যায় নিরুপায়।

    ভালোবাসা শুয়ে থাকে চুরমার।
    কফিনের সাথে সেই জানাজায়।


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments