• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯৩ | জানুয়ারি ২০২৪ | কবিতা
    Share
  • তিনটি কবিতা : আজাদুর রহমান



    বেহুলা

    তোর মৃত্যু হবে কালসাপের দংশনে'
    -ভয়ে পা সরিয়ে নিই,
    দেখি
    বেহুলা বলে কেউ ছিল না,
    একটা হিংসা, একটা মুখ,
    একটা মিথ্যা, একটা সাপ,
    একটা অভিশাপ, একটা নদী।
    নদীতে ভেলা ভাসাই।
    ঢেউয়ের পর ঢেউ
    ঠিকরে পড়েছে চাঁদের আলো,
    পায়ে কালসাপের দংশন
    একা, একটা মিথ্যা হাতে করে
    মৃত্যুর জন্য অপেক্ষা করি।

    শূন্য

    তোমার ভিতরটা শূন্য হয়ে গেছে,
    অথবা শুন্য হতে শুরু করেছে
    কেউ কেউ আমরা কিছু বুঝতে পেরেছি
    অতএব,
    দেখাও
    যা কিছু আছে বাকি
    ফেসবুকে ছবিতে সুখ ছড়িয়ে দাও
    যেন তুমি খুব সুখি হয়েছো
    যেন সবাই তোমাকে উদাহরণ টেনে
    স্বামীদের, স্ত্রীদের, প্রতিবেশিদের বলে দেয়
    তুমি সুখি হয়েছো
    তোমার মত কেউ সুখি নয়
    যেন হায় হায় করে লোকেরা বলে
    -আহা পোড়া কপাল আমাদের।
    অতএব,
    দেখাও
    যা কিছু দেখাবার
    ক্ষতি নেই প্রদর্শনে।
    দেখাও

    সম্পর্ক

    কে কাকে ঠকালো
    কাকে কে অবিশ্বাস করলো
    কেউ বললো-ভুল মানুষকে
    ভুল করে ভালবেসেছি
    আফসোস করতে করতে
    কে চিৎকার করে উঠল
    -তুমি আমাকে ঠকিয়েছ
    বিশ্বাস ভেঙ্গে ফেলোছ
    ভাঙা বিশ্বাস হাতে করে
    কেউ কেউ অভিশাপ দিলো
    -তোর ভাল হবে না।
    এসব সব পুরোনো গল্প
    গল্পগুলো যতদিন থাকবে
    ততদিন মানুষ সম্পর্ক করবে
    ভুল করে ভুল মানুষের প্রেমে পড়বে।


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments