• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯২ | অক্টোবর ২০২৩ | কবিতা
    Share
  • ইরেজার : পরমার্থ বন্দ্যোপাধ্যায়




    যে ছেলেটি সিঁড়ি দিয়ে দ্রুত উঠে আসছে অবধারিত টানে
    বারান্দা বা ছাদের রেলিঙে অলস হেলানে যে মেয়েটি তাকে কাছে টানছে চুম্বকে
    একদিন অজানা কারণে বিপুল বিকর্ষণে দূরে সরে যাবে তারা
    কেউ জানবে না কারণ, বস্তুত ভুলে যাবে জেনে নিতে ব্যথা অভিমুখ
    সময় পেরিয়ে যাবে শত সহস্র আলোকবর্ষ
    ফেরার রাস্তা খুঁজে পাবে না পথের ঠিকানা ভোলা শেষ চিঠি

    তবু এক একদিন ফিরে আসে সেই ছাদ, সেই সিঁড়ি পথ,
    সেই বারান্দা রেলিং, সেই টান, সেই অমোঘ আকর্ষণেরা।
    কোনো ঐশ্বরিক কারখানা, সময়ের সেইসব পদচিহ্নদের মুছে
    দেওয়ার মতো ইরেজার তৈরি করে উঠতে পারেনি; ভাগ্যিস!


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments