• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯২ | অক্টোবর ২০২৩ | কবিতা
    Share
  • চাঁদ ডুবে গেল রবীন্দ্র সরোবরে : সায়্যিদ লুমরান




    তোমার যুগল পা ক্রমাগত রাস্তা ভুল করে হাঁটছে
    শ্বাপদসংকুল অরণ্যানী। আমি
    জন-অরণ্যেই রবীন্দ্র সরোবরে ধ্যানস্থ হয়ে শুনতে পাচ্ছি
    আমার বুকের মধ্যে তোমার পদধ্বনি।

    নীলাভ ময়ূর, প্রেমের নামে কবরীতে পালক গুঁজে দিচ্ছে তোমায়;
    সম্মোহনে শরীর জুড়েই ছড়িয়ে দিচ্ছে নীলমণি-বিষ।

    জেনেছি, নক্ষত্রের পথ ধরে গন্তব্যে ফেরার বিদ্যা
    তোমার আয়ত্তে নেই;
    ধ্যান ভেঙে তাই বিষন্নতায় ধোঁয়ার সাথে বিষ মেখে খাই।

    আহা! বিষন্নতার ভারে
    আজ অপরাহ্নেই চাঁদ ডুবে গেল রবীন্দ্র সরোবরে।


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments