• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯২ | অক্টোবর ২০২৩ | কবিতা
    Share
  • তিনটি কবিতা : অনুষ্টুপ শেঠ




    ১.
    বুকের মাঝে অসংযত উথালপাথাল
    শরীর জুড়ে আগল ভাঙা ঝড়
    কেউ যেন না বুঝতে পারে ঢেউ
    সজাগ পেরোয় জাগরী দিনকাল

    হাত বাড়ালে হাতের উপর হাত,
    চোখের পাতায় স্পর্শ চাহনির
    পাশে থাকার নিষিদ্ধ ক্ষণ জুড়ে
    আগুন। কেউ আগুন জ্বেলে দিল?

    ফেরার পথ বড্ড এলোমেলো
    এমন গাঢ় সন্ধ্যা নামে যেন
    শহর জুড়ে পুড়ে যাওয়ার ক্ষত
    সব মুছিয়ে নতুন লেখার স্লেট

    ভাষার গাঙে নতুন করে খরা
    পদ্য কবেই লিখতে ভুলে গেছি
    তবু আগুন, জ্বলতে থাকা আলো
    যা বলতে নেই, লিখল আকাশ জুড়ে।

    ২.
    একাগ্র সামনে চাই,
    নিঃসীম শূন্যতার মধ্যে আদিগন্ত চলে যাওয়া অপেক্ষার দিকে
    মেঘেরা সাড়ম্বরে
    বৃষ্টি হয়, দৃষ্টি ঢাকে,
    ঝলমলে করে তোলে কদম্ব-স্বর্ণরেণু দিয়ে, “ভালোবাসি”টিকে।

    ৩.
    যখন হ্রদের জলে আলোর ঘরসংসার
    উজ্জ্বল,
    যখন রাতের গ্রন্থি পরতে পরতে জড়িয়ে গেছে বহুতলের গায়ে-
    তখন বিষাদের ঘুম ভাঙে।
    আর অনন্ত যুদ্ধ
    ভাঙা কাচের মতো
    ছড়িয়ে যায় শহরের অলিতে গলিতে।


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments