• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯২ | অক্টোবর ২০২৩ | ভ্রমণকাহিনি, প্রকৃতি, বাকিসব
    Share
  • উত্তরাখণ্ডের পাখি (১) : অনুপম মুখার্জী
    ১ |

    এই সিরিজে থাকবে গত দু-বছরের ছবি, যেগুলো তুলেছি উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায়, যেমন--দেরাদুন, মুসৌরি, নৈনিতাল, সাত তাল, নওকুচিয়াতাল, হরিদ্বার, করবেট ন্যাশনাল পার্ক ইত্যাদি জায়গায়।


    Red Billed Leiothrix. হিমালয়ের পাখি (উত্তর-পূর্বাঞ্চলেও দেখেছি), ঘন বড়ো বড়ো পাতাওয়ালা জঙ্গলে নিচে ঝোপে দেখা যায়। সাত তাল, মার্চ ২০২২


    উপরের ছবি দেখুন


    Blue-winged Shiva. হিমালয়ে ও উত্তর-পূর্বাঞ্চলে দেখা যায়। ছোটো, ~১৫ সেমি। ঘন বনে থাকে। সাত তাল, মার্চ ২০২২


    Chestnut-tailed Starling. ভারতের উত্তর-পূর্বাঞ্চলে থাকলেও গ্রীষ্মে মধ্য ও পশ্চিম হিমালয়ে, এবং শীতে দক্ষিণ ভারত/শ্রীলংকাতে চলে যায়। খোলামেলা জঙ্গলে থাকতে ভালোবাসে। সাত তাল, মার্চ ২০২২


    Long-tailed Minivet. সমতলে দেখা যায়। দেরাদুন, আগস্ট ২০২৩


    Black-headed Jay. হিমালয়ে (পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলেও) দেখা যায়। মাঝারি আকারের (~৩৩সেমি)। মার্চ ২০২২


    Grey Treepie. হিমালয় অঞ্চল (উত্তর-পূর্বাঞ্চলেও), পূর্বঘাট, পশ্চিমবঙ্গে দেখা যায়; ~৩৫-৪০ সেমি। ঘন বড়ো বড়ো পাতাওয়ালা জঙ্গলে থাকে।


    White-throated fantail. খুব ছটফটে পাখি। দেরাদুন, জুলাই ২০২৩


    Golden flameback. হিমালয় সমেত নানা জায়গায় দেখা যায়। ~৩৩ সেমি। সহস্রধারা রোড, দেরাদুন, সেপ্টেম্বর, ২০২৩


    Himalayan Bulbul. হিমালয়, সমতলে, অনেক জায়গায় থাকে। সহস্রধারা রোড, দেরাদুন, সেপ্টেম্বর, ২০২৩

  • ১ |
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments