• Parabaas
  Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
 • পরবাস | সংখ্যা ৯১ | জুলাই ২০২৩ | কবিতা
  Share
 • দুটি কবিতা: ইচ্ছেঘুড়ি - ১; ইচ্ছেঘুড়ি - ২ : সুবীর বোস  ইচ্ছেঘুড়ি -১

  সমস্ত শব্দরা যেন শুধু কবিতাই হতে চায়!

  প্রতিটি পঙ্‌ক্তির কোলে হেলে পড়ে সাইরেন শব্দ -
  যারা কিনা দোমড়ানো আয়নার মতো জেগে ওঠে
  নদী আর পাখিদের চরিত্রপূজায়

  এইসব সম্পর্কের মেঘ দেখে তাই মনে হয়
  সমস্ত শব্দরা যেন শুধু কবিতাই হতে চায়

  মাঝে মাঝে দলছুট কিছু শব্দ পড়ে থাকে
  কমলালেবুর মতো শারীরিক
  এ সময়ে কবিতার কথা ভুলে যেতে ইচ্ছে হয়,
  ইচ্ছে হয় - সামান্য যামিনী টানে “তাহাদের” অশুদ্ধ করি
  আঙুলের নিরক্ষরেখায়!


  ইচ্ছেঘুড়ি - ২

  কবিতায় ফিরে এসো রাই
  ফিরে এসো ডাঙা ঘিরে থাকা নদী ও বৃক্ষরোপণে

  আনন্দ বৃক্ষরোপণে জল চাই নাকি?
  তবে নদীকে আঁকড়ে ধরো প্রাণপণ
  সাঁতার লিখতে চেয়ে প্রিয় চিহ্নিত কলম রাখো
  মৃদু দোয়াতের সন্ধিপত্রে
  আর দেখো, শব্দের নকশা থেকে কী অনন্ত ঝরে পড়ে গ্রহান্তরী বিনোদন
  সাঁতারে ও জলের খেলায়

  কবিতায় ফিরে এসো রাই
  ফিরে এসে দেখো,
  অলীক সাঁতার পর্ব পার হলে কেন মনে হয়
  নির্বাসনে যাই

  কবিতায় ফিরে এসে তুমি দেখো রাই
  অলীক সাঁতার পর্ব পার হলে কীভাবে প্রাক্তন হয় এই কবিতাই!


  অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
 • মন্তব্য জমা দিন / Make a comment
 • (?)