• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯১ | জুলাই ২০২৩ | কবিতা
    Share
  • তিনটি কবিতা: রোজনামচা; খড়কুটো; হাওয়া মিঠাই : নেত্রা মুখার্জী



    রোজনামচা

    আমরা আছি, আলো ছায়ার খেলায়
    নগ্ন শুধু শরীর দুটো মেলে,
    মনের হদিস মনকেমনই রাখে
    আমরা শুধু মুখ ঢেকে যাই মুখে।
    ঘর ভাঙ্গে,
    বুকে ছাতিম হাওয়া।
    জলছাদ, শ্যাওলা পিছল রাত-
    আদুড় গায়ে গান লেপ্টে শুয়ে
    আদর করি আমার ছায়াটাকে।


    খড়কুটো

    ধারালো জিভের আঁচড় কামড়ে ধরে
    তলানি নরম আদর।
    সপাট চড়ে টুকরো আকাশ কুসুম,
    ঘর ভেঙে যায়, পুতুল পুতুল প্রেম-
    বাবার গালে গাল ছোঁয়াব বলে,
    জল ডিঙিয়ে শুকনো সিড়ি খুঁজি।
    চোখের কালি মেঘ ছাপিয়ে পাতা,
    ভেজা খাতায় নতুন আঁকিবুঁকি,
    ঘরের কোণে একসমুদ্র বইয়ে
    আমি তখন স্বপ্ন আঁকড়ে বসি।


    হাওয়া মিঠাই

    তুমি ভাবছ, ভেবেই চলেছ।
    দেখছ, মাপছ, যাচাই করে
    এক পা গুটিগুটি এগোলে বা।
    আমি পিছল পায়ে এক ডুব।
    জল ছিটিয়ে, ডুবুরি হয়ে
    এক আকাশ বুদ্বুদ বানিয়ে ফেলেছি সেই কবে!
    তুমি যখন হিসেব মেলাচ্ছ,
    আমি খোকার পিঠে এক কিল বসিয়ে
    নতুন কবিতার বই গিলছি গোগ্রাসে।
    তুমি খুঁজছ, খুঁজে চলেছ,
    একটা কাকতালীয় ফাটল,
    যেখান দিয়ে আমার সাঁতার না জানা
    মনটাকে হিঁচড়ে বের করে
    ফেলবে সময়ের খাতায়।
    আমি তাও জল ছেটাব,
    এক বুক নদীতে দাঁড়িয়ে
    আমি, মিথ্যে খোকা, নরম দুপুর ছিটিয়ে যাব
    তোমার মাপা ভালোবাসায়।


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments