• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯১ | জুলাই ২০২৩ | কবিতা
    Share
  • তিনটি কবিতা: আক্ষেপ; অলীক যাত্রার আগে; পিছুটান : অনুষ্টুপ শেঠ



    আক্ষেপ

    কতদিন মেয়েটির কাছে কেউ জানতে চায়নি
    সে কেমন আছে।
    কতদিন
    সে টলতে টলতে, পথ পেরোতে পেরোতে দৃশ্যতঃ ভেঙে গুঁড়িয়ে গেছে,
    হা-হা ক্লান্তি তার পোশাকে শ্যাওলার মতো ছোপ রেখে গেছে, তার চোখে জমাট বেঁধেছে রক্ত...
    কেউ বলেনি, এসো, বোসো। দুদণ্ড জিরিয়ে নাও।
    যেমন জিরেন নেয় ক্লান্ত পাখপাখালি,
    ডানা মুড়ে আলতো ঠোঁটে দানা তোলে অলস বিকেলে।

    ওই যে ঠাণ্ডা ছায়া-ছায়া দাওয়ায় নিরিবিলি কয়েকটি মুহূর্ত,
    একবাটি তৃষ্ণার জল

    ওই সামান্য শখটুকু
    তার বুকে অসহ বিরহব্যথা হয়ে রয়ে গেল,
    আজীবন।


    অলীক যাত্রার আগে

    আমাকে বিশ্বাস দাও, প্রিয়জনেরা,
    প্রতিটি ভেঙে পড়ার রাত্রে, এক অপরাজিতা বর্ণ আলো
    আমার দিগন্ত উদ্ভাসিত করে
    স্বপ্নটুকু ভেঙে যেতে দেবে না।

    আমাকে সাহস দাও, প্রিয়জনেরা,
    যে হাতে আগুন ছোঁয়া পাপ, সেই হাতে
    আমি তুলে আনব
    ইচ্ছেকুসুমের বুনো ঘ্রাণ।

    হারিয়ে যাব, যেতে যেতে খুঁজে পাব
    শুধুমাত্র আমার অপেক্ষায় উদ্গ্রীব পথ চেয়ে থাকা
    ঝিমঝিম নেশার মতো অরণ্যবিস্তার।

    আমাকে অধিকার দাও, প্রিয়জনেরা
    জীর্ণ ছিন্নবাস অস্থিচর্মসার অস্তিত্বের মধ্যে
    একটা নাম না জানা
    ক্ষুদ্র
    জংলী ফুলের মতো
    ফুটে ওঠার।


    পিছুটান

    মেয়েকে রাস্তা দেখালে, অথচ সে রাস্তায় তুমি পা রাখতে পারবে না
    কেননা তোমায় মূর্তি করে স্থাপনা করা হয়েছে ঈশ্বরের পবিত্র পীঠস্থানে।
    ফলে, তোমার দূরনিবদ্ধ দৃষ্টি যা দেখতে পায়, তাতে তোমার অধিকার নেই।
    তোমার কণ্ঠের পুষ্পমাল্য
    শিকলের মতো কঠিন, শ্বাপদের মতো নির্মম।
    অতএব যাত্রাকালীন সব চোরকাঁটা, সব অন্ধকার রাত, ঝড়ের হুঙ্কার,
    চোখ জ্বলে যাওয়া গরম বাতাস
    মেয়ে একা জানে।
    সে জানে তাকে একাই খুঁজে নিতে হবে মৃত্যুহীনতা, অপ্রবঞ্চনা।
    অথচ
    কাঁটালতায় আটকে যাওয়া আঁচলের মতো
    তাকে বার বার টানে সেই পথ দেখানো আলোটুকু।
    সব উৎসব, সব নিয়মনীতির পালা ফুরোলে
    যে দীন প্রদীপ একা জাগে রাত্রি পাড়ি দিতে
    সেই আলো
    যা দেখিয়ে ফেলে
    মূর্তির নির্বাক চোখের সঙ্গকাতরতা।



    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments