• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৯০ | এপ্রিল ২০২৩ | কবিতা
    Share
  • ডাস্টবিন : অরণি বসু



    প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ
    তারপর চিৎকার, ‘ময়লা আছে?’
    ছুটে যাই। উপুড় করে দিই ডাস্টবিন।
    ভাবি যদি সব ময়লা উজাড় করে দিতে পারতাম!
    পারি না।
    কিছুটা ময়লা থেকেই যায় একোণে-ওকোণে, মনে।


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments