• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৯ | জানুয়ারি ২০২৩ | কবিতা
    Share
  • দুটি কবিতা : শিশির আজম



    বাঁচি

    আমি আমার মতো
    বাঁচি
    তুমি
    তোমার মতো

    তোমার বোতল
    আমি ঝাঁকাতে যাবো না

    এতোদিনে আমার খাতায়
    কিছু লেখা
    উড়ে এসেছে

    ওরা ওদের মতো থাকুক
    গুনগুন করুক
    আমার সঙ্গে ঝগড়া হোক
    রক্তারক্তি হোক
    আমি বুঝবো

    ন্যাকড়া

    তুমি তো জানোই আমি এক টুকরো ন্যাকড়া
    বইপত্র আর টেবিলের ময়লা
    মুছে দিই
    চুপচাপ মেঝের এক কোণে পড়ে থাকি

    কি বা করার আছে আমার দেখা ছাড়া
    এ্যাকুরিয়ামে রংবেরঙের মাছেদের সার্বভৌম কমিউনিজম
    তোমার বরফের বালিশ
    তোমার বইয়ের বিষপোকা

    কি করবো আমি এসেছি যিশুখ্রিস্টেরও আগে
    চায়ের পিরিচে প্রজাপতির রক্ত
    কাগজে থুতুর কম্পোজিশান
    এদের আমি মুছে দিতে পারিনে


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments