• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৯ | জানুয়ারি ২০২৩ | কবিতা
    Share
  • অশ্বক্ষুর রেখা : ইমরান পারভেজ



    ।।১।।

    পাতাগাছ বেয়ে রুপোর তবক তরল হয়ে মেশে প্রিয়জন মাটিগন্ধে
    ক্ষেত জুড়ে আগুন ধরে
    পচা পাঁক মৎস্যগন্ধা হয়
    বটঝুরি আদর বুলিয়ে দেয় আদ্যন্ত বাতাস জুড়ে
    এখানে নিরুদ্দেশ আঁকা হয়
    এক মেঠোশরীর চালচুলোহীন আধিভৌতিক আটকে থাকে
    আদিগন্ত ডালপালা মেলে ধরে সময় স্থাণু হয়

    ।।২।।

    জরাসাজ আলপথে তাকালে একেই অনন্ত মনে হয়
    অথচ এর আস্ত হাত ছিল পা ছিল শব্দ ছিল
    একসাইকেল ফেরার তাড়া ছিল
    পাখির খোপে প্রতীক্ষা ছিল
    সমিতির মিটিং ছিল বাক্সভর্তি বিকেল ছিল
    তারপর অপেক্ষার শরশয্যায় ছায়া দীর্ঘ হচ্ছে
    ধর্মতরুণ করুণ লেজ নাড়তে নাড়তে এগিয়ে চলেছে উদাসী

    ।।৩।।

    দিঘি চাঁদপানায় ডুবে ভেসে থাকে ঘরফেরত প্রাণ
    সর্পিল জলকেশ প্রার্থনায় শান্ত হয়
    বয়স্ক ঘুম না জাগিয়ে নিশুতিতে নেমে আসে আঁশপাতা নৌকা
    ভোর ভোর তারা মিশে যায় যা কিছু আপাত বড় সেইসব আধারে

    ।।৪।।

    স্রোতস্বিনী কিছু কালো আবছা দাগ না ফুটে থাকে
    ফ্রেমের ওপাশে শস্যগন্ধা স্রোত বইতে থাকে
    এক পা দু পা করে রাংতা আলোর রেখা ছুঁই
    মৃত্যু কী? কীই বা আশ্লেষ?


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments