• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৮ | অক্টোবর ২০২২ | কবিতা
    Share
  • মাস সপ্তক: ইউক্রেন : কমলিকা সান্যাল



    কারোর জন্য সাত মাস
    কারোর এ এক অতল সময়কূপ।
               আমরা বেশ আছি।

    আমরা এখনও
               যারা যুদ্ধ মানে কী
              বোঝার আগেই ছিঁড়েখুঁড়ে
               ঝরে যায়
              তাদের দলে ঢুকিনি।
                        এখনও।

    মৃত্যু-কোটরে
              যা কিছু ভালো
              যা কিছু অর্থপূর্ণ
              তা বাঁচাতে
              মরিয়া ঝাঁপ দিইনি।
                        এখনও।

    আমরা বেশ আছি।
    আমরা বেশ থাকি।
    আমাদের অজান্তেই
              বুকের ঠিক মাঝখানে বসে থাকে
              চোখ, মুখ, হাত বাঁধা
              গুলিতে ফুটো ফুটো
                        মানুষ।

    আমরা বেশ থাকি।
               আমাদের অলক্ষ্যেই
              শিরা বেয়ে বেয়ে পাড়ি দেয়
               যুদ্ধের তীব্র তাপে
              জ্বলে, গলে যাওয়া
                        মানুষ।

    আমরা বেশ থাকি।
              আর--
              আমাদের বসন্ত শিশু
                        বাতাসে

    রক্তের গন্ধ চিনতে শেখে।
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments