• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৮ | অক্টোবর ২০২২ | কবিতা
    Share
  • জন্মান্তর : ঈশিতা ভাদুড়ী




    পূর্বজন্মের অংকের হিসেবে
    এই জীবনে রক্ত গড়িয়ে পড়ে?
    কিছুই কী শেষ নয় তবে?

    ছলছল নদীতে নাভিকুণ্ড
    ভাসিয়ে দিয়েও আমরা
    পরজন্মের কথা বলি?
    ভস্ম হয়েও ফিরে আসি
    পুনর্বার?

    কী ভ্রমে ঘূর্ণিয়মান এই
    জন্মান্তরীণ চক্র!


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments