• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৭ | জুলাই ২০২২ | কবিতা
    Share
  • চেনা অচেনা : পার্থসারথি সেনগুপ্ত


    অনেক আস্তে হাঁটছি
    শুকনো পাতাগুলো পায়ের নীচে শব্দ করছে ভীষণ
    যত সাবধানে পা ফেলছি তত শব্দগুলো তীব্র হচ্ছে
    ওরা তো মৃত, আর্তনাদ করার তো কথা নয়
    কিছু সময় পর একধারে আবর্জনার স্তূপ জড়ো হবে
    জ্বালিয়ে দেওয়া হবে ওদের, তখনও শব্দ হবে
    আমি অহংকারী উত্তাপের আঁচ নেবো
    আমার রাতের লেলিহান শিখা বার্তা বহন করে
    আমি প্রতিটা অতীত দেখতে পাই আমার দৃষ্টিতে
    শব্দ আরও তীব্র হয়, শক্তিশালী শব্দ
    আগুনের ওপার থেকে বিদ্রুপের হাসি, জানতে চায়
    সব গোছানো হয়ে গেছে তো?
    এই শব্দটা চেনা, ভীষণ চেনা লাগে


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments