• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | Shakti Chattopadhyay | কবিতা
    Share
  • অগ্রন্থিত কবিতা ('নববর্ষের শুভেচ্ছা', আনুমানিক ১৯৭৭-৭৮ সাল) : শক্তি চট্টোপাধ্যায়


    [শক্তি চট্টোপাধ্যায়ের কাছ থেকে একটি নববর্ষের শুভেচ্ছা]

    ছেঁড়া পাজামার মতো ছিঁড়ে গেলো পুরনো বছর ।
    নতুন গন্ধের জামা গায়ে দিয়ে কাছে এলো দিন--
    বছরের শুরু হলো প্রভাতফেরীর পায়ে পায়ে
    আমলকির শুকনো পাতা উড়ে গেলো ধুলোয় ধুলোয় ।

    এলো-গেলো কিছু নাকি ? প্রাণ এলো, মৃত্যু চলে গেলো?
    প্রকৃত কি কিছু যায় ? যেতে যেতে পিছু ফেরে নাকি?
    সামনে-পিছনে থাকে দুই দিক সোহাগ মাখানো,
    দক্ষিণে ও বামে পড়ে দুই দিকে কাঞ্চন রঙ্গন ।

    নতুন বছর এলো পুরনোর পাজামা জড়িয়ে
    ছুঁচ ও কুরুশকাঠি দিয়ে গেলো শুভ অভ্যর্থনা ।।





    পরবাস, জুলাই ১৫ ২০২২
    দত্তাত্রেয় দত্ত-র সৌজন্যে। আনুমানিক ১৯৭৭-৭৮ সালের লেখা
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments