• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৭ | জুলাই ২০২২ | কবিতা
    Share
  • কদমবেলায় আগুন : প্রদীপ সরকার



    আষাঢ়ের কৃপণতার উৎসাহে
    দহনের স্ফুলিঙ্গ ওড়ে হাওয়ায়
    তুমি তো তাতে খুশিই হয়েছ আজ!
    আমার জ্বলন উত্তাপ ছড়ায়
    অদৃশ‍্য আগুনে ঘর পুড়ে যায়
    বিনা মেঘেও বুকের 'পরে বাজ।

    পুড়তে চেয়ে ঘুরেছি এদিক ওদিক
    পলাশে পলাশে আকাশ ধিক্ ধিক্
    মধু অঙ্গারে বহ্নিমান ফাগুন।
    তখন ভেসেছি ভালোবাসার স্রোতে
    বৃষ্টি আসতো না-বলেই দিনে রাতে
    কদমবেলায় শুধুই পেলাম আগুন!


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments