• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৭ | জুলাই ২০২২ | কবিতা
    Share
  • চারটি কবিতা : সুগত মুখোপাধ্যায়

    শয়তানের পদচিহ্ন

    হিমবাহগুলি অন্তর্হিত
    হলেও জানবে
    পলিমাটি কেটে
    রেখে যাবে দাগ।

    পরে বিদ্যুৎ চমকালে যাতে
    মনে হতে পারে
    তখনো মেষের,
    ঐ বুঝি বাঘ!

    হবেনা কখনো আগের মতন,
    আঙিনা মাড়াবে
    শীত নিয়ে যাওয়া
    আরো কত মাঘ।



    দৃষ্টিবিভ্রম

    উচ্ছন্নের পথটি বাঁধানো,
    তবে তোমাদের
    সম্মতিক্রমে।

    মন ভালো করা, দু’চোখ ধাঁধানো;
    ভোগেনি কখনো
    লজ্জা শরমে।

    বোকা নও শুধু, সঙ্গে নাদানও।
    যমে তদগত
    দেবতার ভ্রমে।



    ক্রীড়নকের পছন্দ

    তোমারও কবচকুণ্ডল ছিল।
    উপযাচকের দুর্দম ঝোঁকে
    কাঁপা কাঁপা হাতে
    সঁপেছিল তাই।

    সেই থেকে তুমি মাটির মণ্ড,
    গড়েপিটে নেয় ইচ্ছামতন
    চতুর কুমোর,
    চোরা আততায়ী।

    তবে চিন্তিত হওনি তা নিয়ে,
    একটু উষ্ণ স্পর্শের লোভে
    ভুলে যেতে রাজি
    পূর্ব কথাই।



    সন্তের অতীত

    তিনি অনাপোষী, ন্যায়ের পূজারী
    কাগজে এমনই বিবৃতি জারি;
    তবে কারা যেন জানতে চেয়েছে,
    কী ছিলেন তিনি
    অতীতে?

    লেগেছিল কবে কালিমার ছিটে
    যায়নি তর্ক পুরোপুরি মিটে,
    যেটা ইঙ্গিত আদপেই তিনি
    পাল্টে যাননি
    সতীতে।

    তুলে ধরতেই গালিচার খুঁট,
    সেই বিতর্ক এখনো অটুট;
    আমাদের চোখে বদলেছে মাটি
    উর্বরা থেকে
    পতিতে।


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)