• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৭ | জুলাই ২০২২ | কবিতা
    Share
  • পূর্ণিমার আগে : দেবারতি মিত্র



    পুরো ভরে ওঠবার তিন দিন আগে
    প্রায় পূর্ণিমার চাঁদ চূড়ার উপরে,
    শালজঙ্গলের ছায়া আকাশনদীর সেতু যেন।
    কে রয়েছে ঐ পারে, কেন?

    মন্দিরের সাদা সিঁড়ি, তার নিচে
    রক্তারক্তি, নির্যাতন, অবিচার থেকে দূরে
    এক পলাতকা পাগলিনী
    বিষাদে, জ্যোৎস্নায় ভিজে ভিজে গান গেয়ে ভিক্ষে করে—
    প্রাণ চায়, অন্ন চায়, প্রতিশোধ চায়।

    নর্মদা নদীর জলে খেলনাপুতুলের মতো নুড়িগুলি এখনো কি
    শিবলিঙ্গ, শিব?


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)