• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৭ | জুলাই ২০২২ | কবিতা
    Share
  • অচেনা : অরণি বসু



    ‘যে ফুল ঝরে সেই তো ঝরে
                        ফুল তো থাকে ফুটিতে’

    নিঃশব্দ চরণে এসে দাঁড়াই, কুয়াশার মধ্যে থেকে
                                        অস্পষ্ট ছবি জেগে ওঠে,
    আরো দূরে ব্যাপ্ত মোহজাল-
    নিজেকেও যেন চেনা যায় না।

    পায়ে পায়ে তোমার কাছে এসে দাঁড়াই
    কিছুটা সত্যি আর অনেকটা মিথ্যা কিংবা
    কিছুটা মিথ্যা আর অনেকটা সত্যি
    জড়াজড়ি করে আছে তীব্র কুয়াশার আড়ালে।

    নিজেকেও যেন বড় অচেনা মনে হয়।


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments