• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৬ | এপ্রিল ২০২২ | কবিতা
    Share
  • তাকে জাগিও না : অরণি বসু



    হইচই, কোলাহল, তুমুল বাক্‌বিতণ্ডা আর অস্ত্রের দাপাদাপি এড়িয়ে
    যে শিশু এক পেট খিদে নিয়ে একা একা ঘুমিয়ে পড়েছে
    তাকে জাগিও না।
    সে হয়তো স্বপ্ন দেখছে গরম ভাতের,
    আরও কটা বাচ্ছা-কাচ্ছা জুটিয়ে
    সে হয়তো স্বপ্নে খোলা মাঠে লাল বেলুন নিয়ে খেলা করছে
    তাকে জাগিও না।
    জেগে উঠলেই তাকে এক ভয়ংকর নরকের মধ্যে ঢুকে পড়তে হবে,
    যেখানে শুধু হিংসা আর লোভ কথা বলে।


    অলংকরণ (Artwork) : আন্তর্জাল থেকে
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments