• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৬ | এপ্রিল ২০২২ | কবিতা
    Share
  • বর্ষশেষের তুষার রাগিণী : কৌশিক সেন




    আমরা তবু মিলেছিলাম, প্রাণে আগুন জ্বালা,
    সেই যেখানে মারীর ভুবন, ভয়ের নামাবলী,
    সেথায় ছুঁড়ে ফেলেছিলাম দান্ত অবহেলা,
    নিষেধভাঙা, সব উপদেশ ওড়ানো হাততালি।

    হয়তো তবু সকাল হবে, তুষার রাগিণীতে,
    বরফঢাকা এই রিকোয়েম বাজবে অবিরত,
    ভয়ের মুখোশ বসবে চেপে, চরাচরের মুখে,
    তবুও তুমি আগুন জ্বেলো, ওহে রে উদ্ধত।

    আমরা শুধু দেখেছিলাম, স্বরগ্রামে বাঁধা,
    রুদ্ধদ্বারে শরীর কাঁপে, একলা মায়াবিনী,
    মৃত্যু, জরা, ব্যাধি, আনে নিমেষে রূপকথা,
    এই তুষারে, তুমিই শুধু আমার আগমনী।


    অলংকরণ (Artwork) : আন্তর্জাল থেকে
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments