• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৬ | এপ্রিল ২০২২ | কবিতা
    Share
  • বীজ : পার্থ চক্রবর্তী




    অতলান্ত স্বচ্ছ আলোয় ডুবে ডুবে
    নাভিমূলে তর্জনী রেখে মহাকাশ চিনি
    দেখি সুদূর নীলিমায় ইতস্তত ভাসমান বেলুন
    আদিম লতাগুল্ম অলৌকিক জলযান
    মাছের জীবন গাছের জীবন
    এ জীবন লইয়া আমি কি করিব
    স্রোতের বুকের মধ্যে শুয়ে থাকে স্রোত
    কোজাগর তন্দ্রা নামে অস্থির রাতের দুপুরে
    পাশ ফিরতে ফিরতে কেটে যায় চল্লিশ বছর
    বাৎসল্যের প্রান্তে দাঁড়িয়ে নিঃশব্দে বলি
    স্পর্শ দাও; এই নশ্বর শরীর এই দুর্মর শ্বাস
    এই অস্থি মজ্জা এই বিস্তীর্ণ প্রান্তর জুড়ে থাকো


    অলংকরণ (Artwork) : অনন্যা দাশ
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)