• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৬ | এপ্রিল ২০২২ | বিবিধ
    Share
  • পরবাস শব্দছক : অংশুমান গুহ



    দুজন মাত্র পরবাস-৮৫র শব্দছকের সমাধান করেছেন--দুজনেই সঠিক। ক্যালিফোর্নিয়ার রুচিরা মজুমদার ও নিউ জার্সির ইন্দ্রনীল দাশগুপ্ত। অভিনন্দন জানাই তাঁদের--এবং প্রাইজও রওনা দিচ্ছে তাঁদের ঠিকানায়!

    আমি অংশুমানকে জানিয়েছিলাম, হয়তো পরবাস-৮৫র শব্দছকটি একটু বেশি শক্ত হয়েছিল--অংশু একটু অবাক হয়ে বললেন, তাই নাকি! উনি খেয়াল করেননি। এবারের শব্দছকটি জমা দিয়ে অংশু জানালেন, উনি মনে করছেন এটা অপেক্ষাকৃত সোজা হবে। দেখা যাক। আশা করছি এবারে আরো বেশি উত্তর পাব। আগের বারের শব্দছকের উত্তরও এখানে রইল, সেটাও হয়তো সাহায্য করবে কিছুটা ক্রিপ্টিক শব্দছককে কীভাবে জব্দ করতে হয় সেটা জানতে। এবারেও প্রথম দুজন সঠিক উত্তরদাতার জন্যে থাকবে পরবাস-এর 'সারপ্রাইজ' পুরস্কার!


    পাশাপাশিউপরনিচ
    ১) গায়ে সরস তা’ দিয়ে অনেক পারাবার পারাপার
    ৫) তিমিরে অধর ও নাক
    ৮) শরমে বিশেষ সূত্র
    ৯) ফকির বাবা বই নিয়ে বনে ব‍্যবধান
    ১১) ভারহীন ঘিলু নেই
    ১২) কটু কথার দাগা গলায় আছে লাগা
    ১৪) পূজারী, অপার কাজ আর নয়
    ১৬) দীনেশ নিল বিদেশী কমল
    ১৮) ছিলার শব্দে কাটে রং
    ২০) কলুষ দ্বীপে আকার
    ২২) যাতনায় চেতনা, সাড় চেনা নয়
    ২৪) সদৃশ মত
    ২৫) গােল যবে চাঁদ রাতে, কাজ তেজহীন
    ২৭) রসিক বাবা বকা খেয়ে নিরাকার নিরানন্দ
    ২৯) লাগাম সরা
    ৩১) অমর বা অশনি
    ৩৩) কানাই মাধাই বই পালটে আনে
    ৩৫) ত্রিভঙ্গ নীচ
    ৩৭) গায়ের জোরে হল বাবু
    ৩৯) রত্ন হার যোগী
    ৪০) রবিবারে যায় রে কেশের বাহার
    ৪২) বড় হবে, বড়া দেবে
    ৪৩) রঞ্জনা মুদি অনুমতি দেয়নি
    ৪৪) কুসুম হারে রুমাল ফেলা

    ১) মারা সাপে গায় সংগীত
    ২) হাড়িকাঠে তিন লাশ নিইনি
    ৩) গেয় মন্ত্র গানে সমাজ জগত
    ৪) শেষ সংবাদে সাফ রং
    ৫) অমায়িক পা আটকে স্বরহীন
    ৬) বলাকা বা হৃত সময়
    ৭) ঘর খুলে বর দিলে লেখনীয় রাম
    ১০) বাদশারা জাত‍্য
    ১৩) সুন্দরী তালি দিল
    ১৫) মাংস আরক মানে শ‍্যামের অরি
    ১৭) চপল হবি বড় নাতির রাত গেলে
    ১৯) ঘরে কার মা?
    ২১) পরিবারে গতরে পরিধান করাবি
    ২৩) কুকুরের মা-মাসিরা আইনে
    ২৬) কাজ আদি জানে নাই রাখালের রাজা
    ২৮) প্রাণধারী বর তার সুবিধাতে একাকার
    ৩০) রাত শেষে সাবেক লাল
    ৩১) মধুরা, তোমার শেষ অত হীন না
    ৩২) শব তার সহস্র দফা দশ ভাগে
    ৩৪) নুন ব‍্যবহার অনন‍্য পুনশ্চ পুনরায়
    ৩৬) সঠিক নয়: সুুব্রতর অশ্রুত ধ্বনি
    ৩৮) বিমান চ’ড়ে চিনে নিই জেঠি
    ৪১) ঘুরে ফিরে ঘরে যায় এ ছেঁড়া সেলাই





    আপনা নাম-ঠিকানা-ইমেল সহ ক্রসওয়ার্ডের সমাধান পাঠান পরবাসের দপ্তরে: parabaas@parabaas.com


  • নতুন শব্দছক | আগের শব্দছকের উত্তর
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments