• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ১ | জুন ১৯৯৭ | কবিতা
    Share
  • লঘুমানসিকতা : সৌম্য দাশগুপ্ত

    (১)

    শুধু জলবোধে লুপ্ত হয় যুক্তি আমাদের
    ভূমিকম্প এনে দিল কুয়োর ভিতরে প্রাকৃতিক
    সংস্কারমাখানো ফোঁটা, রাতফুল; সুগন্ধে তাদের
    সকল বিজ্ঞান মাখা অংক হয়ে গেল অন্তরাল।

    জলীয় বাষ্পের মেঘে শ্লথ ধায় মানবিক ট্রেন।।

    (২)

    শুধু যুক্তিবোধে লুপ্ত হয় জল আমাদের
    সংস্কারমাত্র, তারা সংস্কৃতির ইঁদারায় আনে
    ফোঁটা ফোঁটা ভূমিকম্প, চেতনার আড়াল সরিয়ে
    আংকিক মেধার কেন্দ্রে ঘন ভরে যায় রাতফুল।

    মানব বাষ্পের মেঘে দ্রুত ছুটে চলে রাতট্রেন...




    অলংকরণ (Artwork) : ভাস্কর সরকার
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments