• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ১ | জুন ১৯৯৭ | কবিতা
    Share
  • রূপান্তর : ফৈজ কবীর



    (১)

    ভুলে গেছি কখন ছিলাম স্বপ্নাবৃত পদ্মের মত
    মিলন উন্মুখ এক নবজাত আকাশ
    ভুলে গেছি সবার চুপিসাড়ে গড়া সেই রূপকথা শহর
    ভালোবাসার মখমলে ঢাকা সুখের চন্দন দীপ… আহ্‌
    এখন যে কেবলি ভেসে যাই পচে যাওয়া লাশের বীভৎসতায়
    ক্রমে ক্রমে নপুংসক ওই নরকের দিকে।

    শকুনের ক্ষুধার্ত শীৎকার ধুনি মাতাল কামুকতায়
    আমার শরীর জুড়ে রোপণ করে কিসব মাংসাশী মহীরুহ
    আমি ভুলে যাই কি ছিলাম, কি হলাম সব সব কিছু।

    আমার সমুখে এখন আছে শুধু, মুছে যাওয়া অস্পষ্ট কিছু
    চোখের জলের এলোমেলো আঁকি বুঁকি।


    (২)

    স্মৃতির সিঁড়িতে একটা ঘাস ফড়িং চুপচাপ বসে আছে
    প্রয়োজন খুব তার কিছু অতীত পান্ডুলিপির
    ফড়িঙের পাখায় ভবঘুরে বাতাস টোকা দিয়ে যায়
    ধানের পাতার মর্মরও আসপাশে থেকে থেকে ঘুরপাক খায়
    দূরে অনেকগুলো শালিকের শোভা, শোরগোল, কিচির মিচির।
    তবূ ফড়িং থাকে নিমগ্ন নাবিক
    চোখ তার আধো খোলা আধো বোজা, ভাষান্তরিত
    ভাবলেশহীন মুখাবয়ব নিয়ে
    ঠায় বসে থাকে, সমান্তরাল চোখে
    করে অনেক হিসেব নিকেশ, জলের বুকে বুদ্‌বুদ্‌ জাগার মত
    মনে তারও খেলে তার গাঁথা আকাশের নির্ভর মেঘ

    ফড়িঙের এখন কাজের প্রহর হলেও কাজ নিয়ে মাথা ব্যাথা নেই।
    এখন যে ফড়িঙের নোঙর ফেলার সময় এসেছে।



    অলংকরণ (Artwork) : ভাস্কর সরকার
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments