• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ১ | জুন ১৯৯৭ | কবিতা
    Share
  • পাবো বলে : সায়ন ভট্টাচার্য্য



    এই এক স্বপ্ন যা কখনো থামে না সমে এসে
    যা সুসম নয়, নয় প্রতিসম, কোন নোটেশনে
    ধরতে পারবে না তুমি যত তার অভাবিত বাঁক।
    টেনর স্যাক্সোফোনে মাঝে মাঝে আলোয় ঝলসায়
    পিতলের নয় আহা যেন সুবর্ণনির্মিত
    মহাশূন্যে ছুটে যায় শব্দের অসংখ্য বুদবুদ,
    অমসৃণ, তির্যক, রগুড়ে!

    প্রতি সন্ধ্যায় আমি শিখে নিই শব্দের ভূগোল আর যন্ত্রণার অঙ্গসংস্থানে
    সুখের শরীরবৃত্ত
    তাঁহার মুখের রেখা
    কখনো পড়ে না মনে আজ ঘুমে জাগরণে
    কেবল মাহেন্দ্রক্ষণে খুব ভোরবেলা
    যায় মাঝে মাঝে দেখে ফেলা,
    আমার হয়েছে এক জ্বালা
    শালা,
    লুপ্ত স্বপ্ন উদ্ধারে কেটে যায় অস্থির দুবেলা!
    এতই অনিরূপেয় সুর,
    এত তাপ্পি,
    এত তাপ্পি দিলে তুমি রবীন্দ্র ঠাকুর?
    নতুন করে তো ছাই দূরের কথা,
    পুরোনো করেও বাল, পেলাম না!



    অলংকরণ (Artwork) : ভাস্কর সরকার
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments