• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ৮৫ | জানুয়ারি ২০২২ | কবিতা
    Share
  • জীবনের মানে : দেবারতি মিত্র



    তখন ফুলদানি ভেঙে গেলে বুকে ঠোক্কর লাগত,
    এখন ফুলের বাগান উজাড় হয়ে গেলেও গায়ে লাগে না।
    এখন কাক-কোকিলের তফাৎ করতে পারি না।

    ভালো লাগে না, মন্দও লাগে না।
    জীবনের মানে বুঝতে বুঝতে দিন গেল।
    বুঝিয়ে দেবার মত বন্ধু কি শত্রু কেউ নেই আর পৃথিবীতে।



    অলংকরণ (Artwork) : অলংকরণঃ অনন্যা দাশ
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments