• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | Rabindranath Tagore | বিবিধ
    Share
  • রবীন্দ্রসঙ্গীত : সায়ন বন্দ্যোপাধ্যায়


    ওদের সাথে মেলাও, যারা চরায় তোমার ধেনু


    গীতবিতান-সূত্রঃ গীতিমাল্য, ৮৭


    এ পরবাসে রবে কে হায়


    গীতবিতান-সূত্রঃ পূজা, ৪৩৫


    দেখা না-দেখায় মেশা হে বিদ্যুৎলতা


    গীতবিতান-সূত্রঃ বিচিত্র, ৯০

    যেথায় থাকে সবার অধম দীনের হতে দীন


    গীতবিতান-সূত্রঃ পূজা, ৪৯০

    তিমিরদুয়ার খোলো—এসো, এসো নীরবচরণে।


    গীতবিতান-সূত্রঃ পূজা, ৪৬৫


    ওই জানালার কাছে বসে আছে করতলে রাখি মাথা—


    গীতবিতান-সূত্রঃ নাট্যগীতি; বিবাহ-উৎসব, ২৭

    অলংকরণঃ অর্ণব গুপ্ত (ফটোগ্রাফ), নীলাঞ্জনা বসু

     

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments