• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ২৭ | আগস্ট ২০০২ | লেখক
    Share
  • লেখক পরিচিতি (সংখ্যা ২৭) : Parabaas

    এ, কে, এম আজাদুর রহমান উজ্জ্বল বর্তমানে জাপান সরকারের স্কলারশিপ নিয়ে কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ে হিউম্যান জেনেটিকস-এর ওপর পিএইচডি করছেন । তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রি-তে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে বাংলাদেশ পরমাণবিক শক্তি সংস্থায় কাজ করেছেন । আদি নিবাস - বাংলাদেশের বোগড়া জেলা । প্রিয় কবি -- নজরুল, জীবনানন্দ, শক্তি ।



    অলকা দত্ত - কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর পড়াশুনা , গান শিখেছেন "গীতবিতান" সঙ্গীতশিক্ষায়তনে । উনিশ'শো সত্তর ও আশির দশকে আকাশবাণী কলকাতায় রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেছেন । শখের মধ্যে বই পড়া, গান শোনা, ছবি আঁকা ইত্যাদি ।



    অমিতাভ সেন তাঁর নিজের ভাষাতেই এখন শিকাগো-বাসী `নেটিজেন্‌' । পড়াশোনা আজমীর, কলকাতা, দিল্লী ও শিকাগো-তেই । পড়ার খাতায় ছবি আঁকার প্রেরণার জন্য অনেক মাটারমশাইয়ের নাম কৃতজ্ঞতার সঙ্গে অনুল্লিখিত রইলো ।



    অনুষ্টুপ শেঠ-এর জন্ম, পড়াশোনা কলকাতায় । এখন চাকরির খাতিরে থাকতে হয় পুনে-তে । নেশা বই পড়া আর কবিতা লেখা । ভালোবাসা কলকাতা আর বাংলাভাষা - সেইসঙ্গে বন্ধুবান্ধব, আড্ডা, গান, বেড়ানো, হইচই ।



    অংশুমান গুহ যাদবপুরের ছাত্র । বর্তমানে মাইক্রোসফট-এ মানুষের হাতের লেখা উদ্ধারের চেষ্টায় রত ।



    অরুণাংশু সিংহ'র আদি `দেশ' বনগাঁ হলেও এখন কলকাতার সল্ট লেকের বাসিন্দা । কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে "স্নায়ুতত্ত্বে" পিএইচডি করেছেন । পাঁশকুড়া বনমালী কলেজের অধ্যাপক ও বিভাগীয় প্রধান । ফোটোগ্রাফি, ভিডিও-ফোটোগ্রাফি, বেড়ানো, রান্না ও কম্পিউটারে উত্সাহী ।



    ভাস্কর সরকারের জলপাইগুড়িতে জন্ম ও শৈশব । বর্তমানে ক্যালিফোর্নিয়ায় । নেশা-পেশা-ধ্যান-জ্ঞান সমস্ত ইউনিক্স কারনেল । পরবাস-এর প্রয়োজনে অনেকদিন পর আবার হাতে তুলি ধরেছেন ।



    বিদ্যুৎ বরণ চৌধুরী ইণ্ডিয়ান স্ট্যাস্টিসটিকাল ইনস্টিটিউটের অধ্যাপক ও সি ভি পি আর ইউনিটের বিভাগীয় প্রধান । বিগত শতাব্দীর সত্তরের দশকে লেখা শুরু করেন । `কৃত্তিবাস' ও অন্যান্য লিটল ম্যাগাজিন এবং `অমৃত'-এ লেখা প্রকাশিত হয়েছিল । দু'বছর পর বাংলাদেশের দুর্যোগে ও অন্যান্য প্রতিকূল পরিবেশে লেখা ছেড়ে দেন । গত দু'বছর আবার লেখা শুরু করেছেন । `দেশ', `সাপ্তাহিক বর্তমান', `শুকতারা' ও অন্যান্য পত্রপত্রিকায় লিখছেন । সম্প্রতি বাংলা ভাষায় কম্পিউটার অভিধান রচনার কাজে লিপ্ত আছেন ।



    বিকাশ চক্রবর্তীর জন্ম ১৯৪৮ সালে, কলকাতায় । বিদ্যাসাগর সান্ধ্য কলেজে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক । বই "বাউল জীবনের সমাজতত্ত্ব" (যন্ত্রস্থ) ।



    চিরঞ্জীব হালদার থাকেন কাঁথি, মেদিনীপুরে ।



    দীপশিখা পোদ্দার কলকাতায় থাকেন । 'বাংলা অ্যাকাডেমি' পত্রিকার সঙ্গে যুক্ত । প্রকাশিত কবিতার বইয়ের সংখ্যা চার ।



    দোলনচাঁপা চক্রবর্তীর নানা ধরনের লেখার শখ । বাগান করতেও ভালোবাসেন ।



    হারিস মাহমুদের জন্ম বাংলাদেশের সিলেট জেলায় ১৯৬২ সনের চৌঠা এপ্রিল । সিলেট সরকারি কলেজে ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেন । ১৯৮৬ সন থেকে আমেরিকায় বসবাসরত । বর্তমানে ক্যালিফোর্নিয়ার ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্টে চাকরি করছেন । কবিতা লেখেন অবিরত, কখনও সুখে, কখনও অসুখে, কখনও উদাসীন অবস্থায় । প্রকাশিত কবিতার বই `দুর্গত সন্ধ্যার চাঁদ' ।



    দিল্লী ও বস্টনের অনেক জল খাওয়ার পর ইন্দ্রনীল দাশগুপ্ত এখন নিউজার্সিবাসী ।



    কৌশিক সেন পেশায় কর্কট-রোগের বিশেষজ্ঞ চিকিত্সক হলেও নেশা কবিতা, ছড়া, বই পড়া । নর্থ ডাকোটাতে থাকেন ।



    লুনা জুবায়রা রুশদী'র জন্ম ১৯৭৫ সালে, করোটিয়া, বাংলাদেশে । ১৩ বছর অবধি ঢাকাতে, তারপর থেকে অস্ট্রেলিয়াতে প্রবাসী । অর্থনীতি, মানব-সম্পদ পরিচালনাতে স্নাতকোত্তর পড়াশোনা লাটোব ও মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে । প্রকাশিত রচনার মধ্যে রয়েছে ফয়জুল লতিফ চৌধুরীর সম্পাদিত চারটি গ্রন্থে লুনার অনুবাদ : ঝ ণছটং নংংত্র ঞচ্‌ং জংত্রভছত্‌'য যছবং (ঁঠঢছত্রছত্রছত্ররুছ ঈছয), ফ্ধঠবং ধী ণছষ্ছঞ নছঠী (ণছষ্ছঞ নছঠী), ধৈংস্য ংঈশধস্‌ জছত্রভত্ছরুংযচ্‌ ও `ন্যাডিন গার্ডীমার-এর গল্প' । কলকাতার `দেশ'-এ কবিতা ও প্রবন্ধ বেরিয়েছে । মেলবোর্ন থেকে প্রকাশিত `অংকুর' পত্রিকার সম্পাদনা করেছেন । ভালোলাগা : গল্প, উপন্যাস, কবিতা, গান, মানুষ ।



    মীজান রহমান : জন্ম ১৯৩২ । পেশায় গণিতজ্ঞ । অটোয়ায় কার্লটন বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি অবসর নিয়েছেন । পঞ্চাশের দশকে সামসুর রাহমান, সৈয়দ শামসুল হক প্রমুখের সঙ্গে লেখালেখিতে হাতেখড়ি হলেও প্রবাসবাসের দরুণ তাতে ছেদ পড়ে । দীর্ঘদিন পর পুনরায় লেখালিখি শুরু করেন কয়েক বছর হলো । প্রকাশিত গ্রন্থ `তীর্থ আমার গ্রাম', লাল নদী



    নন্দন দত্ত লিখছেন ছোটোবেলা থেকেই ; `সন্দেশ' পত্রিকার `হাত-পাকাবার আসরে' হাতেখড়ি ছ'বছর বয়সে । একসময় কলকাতার 'দ্য স্টেটসম্যান' ও 'দ্য এসিয়ান এজ্‌' কাগজে নিয়মিত লিখেছেন । সখের মধ্যে বই পড়া, গান শোনা, বেড়ানো ইত্যাদি ।



    নীলাঞ্জনা বসু ওরফে নীলুর বাড়ি কলকাতা । পড়াশোনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে ।



    পার্থ চক্রবর্তীর জন্ম ১৯৭০-এ, কলকাতায় । শৈশব ও কৈশোর কেটেছে বারাকপুর ও ব্যাণ্ডেলে । ব্যাণ্ডেলের ডন বসকো থেকে পাশ করে কলকাতার আইএসআই-তে ৭ বছর পড়াশোনা । তারপর চেন্নাই, টোকিও, ক্যালিফোর্নিয়া ও কলকাতায় ইতস্তত চাকরি-বাকরি । ১৯৯৮ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সাকিন । প্রিয় কবি শরৎ মুখোপাধ্যায়, নবনীতা দেবসেন ও তারাপদ রায় । শখ গানবাজনা সিনেমা থিয়েটার থেকে আরম্ভ করে রান্না খাওয়া ঘুরে বেড়ানো পর্যন্ত ।



    রাজর্ষি দেবনাথের জন্ম কলকাতায় । প্রেসিডেন্সি'র পর রুড়কিতে ৩ বছরের জন্য যেতে হয়েছিল । তারপর আনন্দবাজারে যোগ দিয়ে আবার "চেনা রাস্তা চেনা পাড়া ।" অত:পর ইনফোসিস-এর সূত্রে ভুবনেশ্বর, ব্যাঙ্গালোর ও এখন লণ্ডন । সিনেমা, ছবি, গান আর সাহিত্য আগ্রহের বিষয়, তবে বাংলাভাষা হলে বিজ্ঞাপন, গালাগালি ও পঞ্জিকাতেও আপত্তি নেই ।



    কলকাতা মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাশ করে এখন কর্মজীবনের দোরগোড়ায় ঋতব্রত মিত্র । অবসর সময়ে কবিতার পাশাপাশি গদ্য চেষ্টাও চলে । শখ - উচ্চাঙ্গ সঙ্গীত, প্রাচীন মিশরীয় চিত্রলিপি । প্রকাশিত কাব্যগ্রন্থ ঘর আছে ঘর নেই



    সাদ কামালী'র জন্ম ১৯৬২ । নতুন ধারার নিরীক্ষাপ্রবণ গল্পকার । প্রকাশিত গ্রন্থ পাঁচটি : `অবশেষে নি:শব্দ অন্তিমে', `উপকথার আপেল', `অভিব্যক্তিবাদী গল্প', ও সম্প্রতি প্রকাশিত `পণ্য বিপন্ন' এবং `রাষ্ট্রের সংগ্রাম' ।



    সাবর্ণি চক্রবর্তী কলকাতার প্রেসিডেন্সি কলেজে পদার্থবিদ্যা নিয়ে পড়েছেন । রিজার্ভ ব্যাংকের
    ব্‌ংইজওংইঈ বিভাগে কাজ করেন । সম্প্রতি শিলং থেকে বদলি হয়ে কলকাতায় এসেছেন । প্রকাশিত গল্পগ্রন্থ বনের ভিতর বাড়ি ও অন্যান্য গল্প



    সমীর ভট্টাচার্যের জন্ম, স্কুল, কলেজ পশিমবঙ্গে । তার পরের পড়াশোনা দিল্লী ও আমেরিকায় । বর্তমানে নিউজার্সি-বাসী ।



    সোডা জল নামের আড়ালে দু'জন থাকতে পারেন (যেমন শংকর জয়কিষন বা কল্যাণজী-আনন্দজী) । এটি কোনো বৃহত্তর গোষ্ঠী অথবা সংঘের নামও হতে পারে । সোডা জল জানিয়েছে : "আমরা সোডার মতো শুরু করে জলের মতো শেষ করবো ।" এই সংকেতিক বার্তার অর্থ নিয়ে আর কিছু বলা যাচ্ছে না ।



    সুভাষ ঘোষালের জন্ম ১৯৪৮-এর খুলনায় । যাদবপুরে অর্থনীতি পড়ার সময় `অয়ন' নামে একটি কবিতাপত্রিকা সম্পাদনা করতেন । পরে `হীনযান' পত্রিকার সম্পাদক ছিলেন । বাংলাসাহিত্যের ব্যতিক্রমী ধারার একজন বিশিষ্ট লেখক । কবিতা, গল্প, প্রবন্ধ ও উপন্যাস -- সব বিভাগেই তাঁর সাবলীল যাতায়াত । প্রকাশিত গ্রন্থ -- `তা-তা-থৈ', `গাহন', `তন্মাত্র', `মণ্ডপ', `ক-বর্গ', `নাভিপদ্ম', `উপমুদ্রা', `বাষ্প', `আকন্দ' । এই উপন্যাসগুলি ছাড়াও সাতটি কবিতাবই, ছোটোগল্প সংকলন, ও প্রবন্ধের বই রয়েছে ।



  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments