• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ২৭ | আগস্ট ২০০২ | কবিতা
    Share
  • তিনটি কবিতা :

    বিপদ



    পণ্ডিতের শূন্যতা জমে থাকে
    পুঁথিপত্র, রাশিচক্রজালে । সেইসব
    ধার নেয় বিদগ্ধ মানুষের দল --
    এই পর্যন্ত দিব্যি মনে ছিল
    বাকিটুকু ভুলে গিয়েই বিপদে পড়েছি

    থই থই বিপদ চারিদিকে
    একটুও যদি মুছে নেওয়া যেত
    শুষে নেওয়া যেত অস্পৃশ্য কোণে
    পড়ে থাকা ন্যাতার টুকরো দিয়ে ?
    দরকারি কথাগুলি ভাবা শেষ
    না হতেই ভিজে বেড়ালেরা এসে
    বসে গেল থাবা পেতে
    আরো একটু গড়ালো বিপদ,
    ত্রক্রমশ খাটের নীচের আবছা অন্ধকারে ।

    অন্ধকার গাঢ় হচ্ছে দিন থেকে
    রাত্রের মুখে ; বেড়ালের থাবা তুলে তুলে
    দেখেছি কোথাও এতটুকু বিপদ লেগে নেই
    সমস্ত বিপদ শুষে নিচ্ছে অন্ধকার
    জমাট বাঁধছে খাটের তলায়
    অন্যদিকে বিদগ্ধেরা জড়ো করছে
    পুঁথিপত্র, মজা দেখছে আড়ালে দাঁড়িয়ে
    এখন শুধু অপেক্ষা
    ঘুমন্ত পৃথিবীকে অক্টোপাসের মতো বেঁধে ফেলবার ।



    নৈমিত্তিক



    অপছন্দের তালিকা খুলে বসতেই
    পছন্দের পাখিগুলো উড়াল দিল
    জমানো বাসা ছেড়ে । বাসার ভিতর ডিম
    তখনো আছোঁয়া রয়েছে কিছু কিছু
    ভালোলাগা জন্মসূত্রেই যারা
    পাখি হয়ে যাবে

    ভরা বৃষ্টির দিনে পুকুরে নামলে
    হাঁটুর ওপরেও জল উঠে যায়
    পদ্মপাতারা তখনো জলের উপরে, দোল খাচ্ছে
    টুপটাপ ফোঁটায়, এইভাবে ওরা মিশে যাচ্ছিল
    ত্রক্রমশ ।

    প্রতিবার একই গল্প ঘনীভূত হয়
    শ্রাবণী মেঘের মতো, উড়ন্ত ডানার মতো
    পদ্মপাতায় জল কিংবা জলহীন পুকুরের মতো ;
    তাই, গল্পগুচ্ছ সরিয়ে ফেলে
    অপছন্দের তালিকা খুলে বসি, ভরা
    বৃষ্টি ধেয়ে এলে কিছু কিছু ভালোলাগা
    জন্মসূত্রেই যারা পাখি হয়ে যাবে,
    মুখোশ ঠেলে ফুটে ওঠে ।



    ভাঁটা



    স্বপ্ন ভাঙা শেষ হলে
    বাতাসের হাসি শোনা যায়
    শান্ত, নিরুদ্বেগ প্রাণশক্তিহীন কবিতার মতো
    যা শুধুই ফুটিয়ে তুলতে চায় কারো মুখ
    ভাঙনের অসীম রেখায় । দু'দিন পরে
    যে কথাটা বলতাম, তাকে
    বিসর্জন দিই খুব উচ্ছ্বল হয়ে ।
    এই উচ্ছ্বলতা সাময়িক নয়
    তবু বনপাহাড়ির লাল মাটি কোপালে
    একঝাঁক লাল পিঁপড়েই বেরোয় এবং
    আনমনা সাঁওতাল মেয়ে খোঁপায়
    গুঁজে ফেলে চাপটগর কিংবা লঙ্কাজবা ফুল

    বাগান ঘিরে টুপটাপ শিশির নামছে
    ধানজমির আলও মরে হলুদ হয়ে এল
    পর্ণমোচীর ডালের মতন ।
    এইসব দেখেশুনে বুড়িবসন্ত ছোঁয়া দিয়ে গেলে
    পরিযায়ী আর কিছুতেই ফিরতে পারেনি উজানে ।
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments