• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ২৭ | আগস্ট ২০০২ | কবিতা
    Share
  • মন : পার্থ চক্রবর্তী


    তোমাকে আত্মস্থ করার জন্য একটা জীবন যথেষ্ট নয় ।
    তোমার শরীরের খাঁজে ভাঁজে লুকিয়ে আছে কতো রহস্য
    আমি সামান্য মানুষ
    আমার আঙুলগুলো তো আর পাখি নয়
    আকাশে মেঘ জমলেই তুমি মল্লার হয়ে বেজে ওঠো
    আমি তোমার মনকে স্পর্শ করতে পারি না
  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments