• Parabaas
    Parabaas : পরবাস : বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি
  • পরবাস | সংখ্যা ২৭ | আগস্ট ২০০২ | কবিতা
    Share
  • যারা পারে : সুভাষ ঘোষাল

    যারা পারে তারা ফিরে আসে সেই ঘরে
    যেখানে প্রথম বেজে উঠেছিল চোখ
    যারা পারে তারা অনেক বছর পরে
    বলে চেতনার আবার জন্ম হোক ।

    যারা পারে তারা স্বহস্তে গড়ে জিব
    সেই ছবি দেখে যেখানে করাল কালী
    পায়ের তলায় ঠিক যতখানি শিব
    ততটাই হয় উর্বীর আর্দালি ।

    কেননা তখন কিছুই লাগে না ভালো
    ছোট হয়ে আসে দেশবিদেশের গদি
    ভেঙে পড়ে যায় বহু নিরাপদ ডালও
    নাব্যতা ভুলে পড়ে থাকে নদনদী ।

    যারা পারে তারা ফিরে আসে সেই ঘরে
    যেখানে প্রথম ফুটে উঠেছিল জল
    যারা পারে তারা দল থেকে ঝরে পড়ে
    অনেক বছর বাদে হয় শতদল ।

  • এই লেখাটি পুরোনো ফরম্যাটে দেখুন
  • মন্তব্য জমা দিন / Make a comment
  • (?)
  • মন্তব্য পড়ুন / Read comments